Breaking News
Home / কাপাাসিয়া / কাপাসিয়ায় শতাধিক লোক এবি পার্টিতে যোগদান

কাপাসিয়ায় শতাধিক লোক এবি পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদন
আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া গ্রামের খান বাড়িতে এক সূধী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোক লোক আমার আমার বাংলাদেশ এবি পার্টিতে যোগদান করে।

এ সময় জনাব কফিলউদ্দিন খান কে আহবায়ক, ময়েজউদ্দিন পালোয়ান ও রুহুল আমিন কে যুগ্ম আহবায়ক, মফিজউদ্দীন মোড়লকে সদস্য সচিব করে ভাওয়াল চাঁদপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এসময় শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার লোক এবি পার্টিতে যোগদান করেন। সূধী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজীপুর -৪ কাপাসিয়া উপজেলা থেকে (সম্ভাব্য) দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এম আমজাদ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

About gazipurnews24

Check Also

কাপাসিয়ায় মুরগীর পিকআপে ডাকাতি হেলপার খুন : চালক আটক

বেলায়েত হোসেন শামীম : গাজীপুরের কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের সালদৈ এলাকায় গত শনিবার গভীর রাতে মুরগী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *