Breaking News
Home / কাপাাসিয়া / কাপাসিয়ার নামিলা গ্রামে শিয়ালের কামড়ে দুই জন আহত

কাপাসিয়ার নামিলা গ্রামে শিয়ালের কামড়ে দুই জন আহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা গ্রামে শিয়ালের কামড়ে দুইজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকাল তিনটার দিকে নামিলা গ্রামের পুর্বপাড়া ফকির বাড়ির আয়েশা খাতুনকে (৫৫) (হাতেমের বউ) প্রথমে শিয়ালে আক্রমণ করে, পরে ঐ শিয়াল সিরাজ পিতা হযরত আলী ফকির এর বাড়ির কাছে গেলে সিরাজ (৪৫) শিয়ালকে দাওয়া করলে সিরাজকেও ঐ শিয়ালে আক্রমণ করে। এতে সিরাজ ও আয়েশা দুজনই গুরুতর আহত হয়। পরে সিরাজের চিৎকারে আশেপাশের লোকজন এসে শিয়ালকে মেরে ফেলে। সিরাজ ও আয়েশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে শিয়ালের কামড়ের জন্য ভ্যাকসিন ও চিকিৎসা নেয়।

বর্তমানে তারা দুইজনেই সুস্থ আছেন। তবে এলাকাবাসী মনে করেন এলাকাতে প্রচুর শিয়ালের জন্ম হওয়ার কারনে শিয়ালের পর্যাপ্ত খাবার না পাওয়ায় শিয়াল মানুষ গরু ছাগল হাঁস মুরগিকে আক্রমণ শুরু করছে। এতে এলাকাবাসী আতঙ্কিত। জানা যায় কিছুদিন পূর্বে নামিলা গ্রামের উত্তরপাড়ায় সিয়ালের কামড়ে আরও তিন জন আহত হয়েছিল।

About gazipurnews24

Check Also

কাপাসিয়ায় মুরগীর পিকআপে ডাকাতি হেলপার খুন : চালক আটক

বেলায়েত হোসেন শামীম : গাজীপুরের কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের সালদৈ এলাকায় গত শনিবার গভীর রাতে মুরগী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *