তাওহীদ হোসেন, কাপাসিয়া প্রতিনিধি,গাজীপুর : কাপাসিয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রউফ দর্জির সঞ্চালনায় বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ চত্তর সংলগ্ন বাস টার্মিনালে ২৯ জুলাই বিকাল ৫ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য,বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। প্রধান অতিথি বক্তৃতায় বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেন,আগামীতে আমরা কাপাসিয়া থেকে দারিদ্র দৃর করব।দারিদ্র দূরিকরণের চ্যালেন্স নিব। আমরা কাপাসিয়ায় উদ্যোক্তা তৈরি করব। আমরা কর্ম সংস্থান তৈরি কর। কাপাসিয়ায় ক্যান্সার হসপিটাল হচ্ছে। নারী উদ্দ্যোক্তা তৈরি করব যেন এক জন নারী আরো পাঁচ জন নারীর কর্মসংস্থান তৈরি করতে পারে। কাপাসিয়াকে কৃষি ভিত্তিক অঞ্চল করব। আমি কাপাসিয়ায় এমন চিকিৎসা ব্যবস্থা তৈরি করব যেন আগামী ৫০ বছর পর্যন্ত কাপাসিয়ার মানুষ চিকিৎসা সেবায় অসুবিধায় না পড়ে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.মাজহারুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রওশন আরা সরকার।
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারন সম্পাদক রাজিব ঘোষ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক জুয়েল ফকির, কৃষকলীগ সাধারন সম্পাদক জাকির ব্যাপারী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মকবুল হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহমুদুল হাসান মামুন, মিল্টন চক্রবর্তীপ্রমুখ।
Have time to buy top products with a 70% discount, the time of the promotion is limited ,